লেখকের নাম – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
‘পথের পাঁচালী’ বাংলার সাহিত্যের অমূল্য সম্পদ। গ্রাম্য জীবনের অন্তরঙ্গ প্রতিলিপি বড়দের পাশাপাশি ছোটদেরও মন ছুঁয়ে যায়। তবে আয়তন এবং আবেদন কোনটাই ছোটদের ধৈর্য ও অভিজ্ঞতার সম্পূর্ণ উপযুক্ত নয়। তাই মূল বইয়ের রসবোধকে একই রেখে ছোটদের উপযোগী করে করা হয়েছে এই ‘আম আঁটির ভেঁপু’ সংকলনটি। উপরন্তু এই বইটিকে ছোটদের মনোগ্রাহী করার জন্য লেখার সঙ্গে রাখা হয়েছে অসংখ্য ছবিও।