সম্পাদনা – অমৃত সেন, অনির্বাণ সরকার
বাঙালির কাছে শান্তিনিকেতন দর্শন যেন প্রাণের আরাম। বাঙালির প্রাণের পুরুষ রবিঠাকুরের স্মৃতির শহর এই শান্তিনিকেতন। সেই শহরের সংক্ষিপ্ত ইতিহাস, বিশ্বভারতীর ভাবনা এবং তাৎপর্য নিয়েই এই গ্রন্থ। সেইসঙ্গে মুদ্রিত রয়েছে শান্তিনিকেতন, শ্রীনিকেতনের দ্রষ্টব্য স্থান এবং পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ স্থানের বর্ণনা।