সাম্প্রতিক বাংলা সাহিত্যের গৌরবময় একটি নাম হাসান আজিজুল হক। তাঁর কলমে উঠে আসছে আটপৌরে এক গাঁয়ের মেয়ের কথা। দিনের আলোয় তার একান্নবর্তী সংসার, আর রাতের নিরালায় স্বামীর কাছে শিখে নেয় অল্পস্বল্প লেখাপড়া। কিন্তু একসময় ভাঙন ধরে মেয়েটির প্রিয় দেশে। দেশটা এবার ভাগ হয়ে যাবে। কিন্তু দেশ আবার কীভাবে ভাগ হয়? সবাই একে একে ছেড়ে চলে যাচ্ছে ভিটে ছেড়ে। কিন্তু একরোখা জেদি এই মেয়েটি কিছুতেই যাবে না। কারণ সে বলে, “আমাকে কেউ বোঝাইতে পারলে না ক্যানে আলেদা একটো দ্যাশ হয়েছে, কেন এই দ্যাশটি আমার লয়।” দেশভাগের এমন করুণ কাহিনি নিয়েই উপন্যাস ‘আগুন পাখি’।