উস্তাদ আলাউদ্দিন খাঁর চমক-জাগানো আত্মচরিত। সিরাজু ডাকাতের বংশধর কীভাবে হয়ে উঠলেন এক অসামান্য সংগীতসাধক, দুর্গম সাধনার কাঁটা-মোড়া সোপানপরম্পরা কী করে করলেন অতিক্রম, কী চোখে ইউরোপ দেখলেন এক সাতষট্টি বছরের প্রাজ্ঞ, সেই ঘটনাবহুল ইতিবৃত্ত অকপট মজলিশি ভঙ্গিতে বলে গিয়েছেন আলাউদ্দিন। অনুলিখনে শুভময় ঘোষ ধরে রেখেছেন সেই অভিজ্ঞতার বিবরণ। বইটির ভূমিকা লিখেছেন আরেক কিংবদন্তি সংগীতশিল্পী রবিশঙ্কর।