পবিত্র সরকার লিখেছেন অন্যরকমের একটি বানান-অভিধান। মূলত বড়োদের জন্য এই কাজ। রাস্তাঘাট, দোকানের নামফলক, টেলিভিশন, ছাপা বই, চিঠিপত্র, ফেসবুকের কবিতা, ছোটোবড়ো নানা পত্রপত্রিকা, বিজ্ঞাপন, প্রচারপত্র, পোস্টারে এত বানানভুল প্রতিনিয়ত চোখে পড়ে, সেই বিভ্রাট শুধরে দেওয়ার লক্ষ্য নিয়ে লেখকের এমন প্রয়াস। সহজে অনুধাবনযোগ্য, প্রাসঙ্গিক, জরুরি। এ-বই অন্য সব বানান অভিধানকে বলবে, “তোমাদের দিন ফুরিয়েছে।”