প্রায় অর্ধশতক আগে হিতেশরঞ্জন সান্যাল বাংলার নানা শৈলীর মন্দির নিয়ে ধারাবাহিকভাবে অনেকগুলি প্রবন্ধ লিখেছিলেন। সেগুলি তখন গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। মন্দির বিষয়ে তাঁর আরও কয়েকটি লেখা সংযোজিত করে এই বই। স্থাপত্যরূপ, ইতিহাস বিশ্লেষণের সঙ্গে মন্দিরের নান্দনিক দিকটিও এখানে সমান গুরুত্ব দিয়ে আলোচিত।*