সম্পাদনা – পার্থ দাশগুপ্ত
বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজোকে ঘিরে লুকিয়ে আছে আছে এক অন্যরকম জীবনের কাহিনি। রয়েছে একাধিক জীবিকার গল্পও। আর সেই গল্পের হদিস দিচ্ছে “DURGA the making of becoming” বইটি। আলো ঝলমলে উৎসবের মঞ্চ নির্মাণের অন্তরালে যে কাজের আবহ তার কথাই বলেছেন এই বইয়ে। রয়েছে সেই মঞ্চের পিছনের কাহিনি এবং ছবিও।