২০১২-১৩ সাল জুড়ে ঋতুপর্ণ ঘোষ সম্পাদিত ‘রোববার’ পত্রিকায় সাপ্তাহিক কলামে প্রকাশ পেত স্বপ্নময় চক্রবর্তীর ‘হলদে গোলাপ’। এই গ্রন্থের আকরজুড়ে আছে সমাজের শরীর ও শরীরের সমাজ। দুই তত্ত্ব ও বিজ্ঞান মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রবলভাবে আলোড়িত এই উপন্যাসে আসলে কী না নেই! মানুষের লিঙ্গ পরিচয়ের সমস্যা তুলে ধরতে স্বপ্নময় এনেছেন ইতিহাস, পুরাণ, শারীর বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, জিনতত্ত্ব। স্বপ্নময় লিখছেন, “হে ফ্রয়েড, ইয়ুং, পাভলভ, কেইনস, ডকিনস... তোমরা দেখে নাও-মন-পরিবেশ, হরমোন-জিন শুধু নয়, আরও এক প্যারামিটার আছে। যেটা শুক্লা জেনেছে- সেটা স্বপ্ন।” গভীর সংকটময় এক লিঙ্গ চেতনার পথে হেঁটেছেন লেখক। পাঠককেও হাঁটিয়েছেন বৈকি!