টেরাকোটা শিল্প আজ আবিশ্ব বাঙালির ঘরে ঘরে সমাদৃত। সেই টেরাকোটা শিল্পকে শাড়ির ভাঁজে তুলে এনেছেন শিল্পী শ্যাম বিশ্বাস। সবুজ দেহে সোনালি পাড়ের কাজে ব্যাপ্ত এই হ্যান্ডলুম শাড়িটি ১০০ শতাংশ সুতির ও ৯২X৯২ কাউন্টের। একই সঙ্গে এই শাড়ি বাংলার টেরাকোটা মন্দিরের নকশাকারদের উৎসর্গীকৃত।
Terracotta art of Bengal has recently witnessed a surge in popularity all over the world. Shyam Biswas has ingeniously incorporated this age-old art form into the folds of his saree designs. This handloom saree features intricate golden border work on a green cotton body, boasting a thread count of 92x92, this pure cotton (100%) saree pays homage to the skilled terracotta temple designers of Bengal.