Clay, terracotta, and pottery are integral to Bengal's artistic heritage, showcasing artisans' skill and creativity. Clay's abundance makes it versatile, used for everyday and decorative items. Terracotta, fired at low temperatures, displays a natural reddish-brown to orange hue. Pottery, fired at higher temperatures, is durable and diverse, with regional styles like Kanthalia, Kunoor, Panchmura, and Sandra.
মাটি-পোড়ামাটি-মাটির পাত্র
মৃৎশিল্প বাংলার শৈল্পিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। কারিগরদের দক্ষতা ও সৃজনশীলতায় কাদামাটি পায় অনবদ্য শিল্পরূপ, যা ঘর সাজানো থেকে দৈনন্দিন সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়। টেকসই ও বৈচিত্র্যময় এই মাটির শিল্পসামগ্রী পাওয়া যায় পশ্চিমবঙ্গের কাঁঠালিয়া, কুনুর, পাঁচমুড়া, সান্দ্রা-সহ অন্যান্য অঞ্চলে।